‘শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদ্বার’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে সোমবার নানা কর্মসূচিতে বিশ্ব শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলা শাখা সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
শোভাযাত্রাটি জেলা শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া। নাজমা পারভিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিনা আক্তার, মনিটরিং অফিসার দেলোয়ার হোসেন ও সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক নুরুল হক।
Leave a Reply