নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় কমিটি সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের নেতৃত্বে হযরত শাহজালাল (র) দরগা এলাকায় বঙ্গবীরের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গবীরের জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে সকাল ১০টায় হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে বঙ্গবীরের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অতিথিদেরকে নিয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান উছমান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জাতীয় জনতা পার্টির জেলা সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, জহিরুল ইসলাম প্রমুখ।
মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ বৃহস্পতিবার রাতে মহানগরীর জিন্দাবাজারে প্রীতিরাজ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভায় আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রেটারিয়ান আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শামসুল ইসলাম, এনামুল হক লিলু, মনোরঞ্জন তালুকদার, খালেদ মিয়া ও অন্যরা।
বক্তারা রাষ্ট্রীয়ভাবে বঙ্গবীরের জন্ম ও মৃত্যুদিবস পালনের দাবি জানান।
Leave a Reply