নিজস্ব প্রতিবেদক : সিলেটে শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে আওয়ামী পরিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে।
এ ঐতিহাসিক দিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি তালতলা, বন্দর ও জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
এরপর সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা এম এ মোমিন চৌধুরী, মহিলা আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর শাহানারা বেগম, জেলা সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য এ জেড রওশন জেবিন রুবা প্রমুখ।
Leave a Reply