‘ডায়াবেটিসের উপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ এ আহ্বান রেখে সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে দুপুর ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে সংগঠনের সভাপতি ডা এম এ রকিবের সভাপতিত্বে ও সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা লোলিত মোহন নাথের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ডা এম এ রকিব বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চোখের যত্ন নেয়া ও নিয়মিত চক্ষু পরীক্ষা করার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান আহমদ বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও মোকাবেলায় সকলকে সজাগ হতে হবে এবং আগামী প্রজন্মকে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। স্বল্প মূল্যে মানসম্মত সুষ্ঠু চিকিৎসা সেবা প্রদানে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকমণ্ডলী দ্বারা পরিচালিত সিলেট ডায়বেটিক হাসপাতাল বদ্ধ পরিকর, যা এখানে চিকিৎসা সেবা গ্রহীতারাই ভালো বলতে পারবেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম কামাল, ডা আলতাবুর রহমান কোষাধ্যক্ষ এম এ মান্নান, সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সাবেক সিভিল সার্জন ডা এ জেড মাহবুব আহমদ, সিলেট ডায়াবেটিক সমিতির নির্বাহী পর্ষদের সদস্য জামিল আহমদ, আ ন ম শফিকুল হক, প্রকৌশলী আইয়ুব আলী, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক সৈয়দ সুজাত আলী, জীবন সদস্য এম এ সালাম, এম এ করিম চৌধুরী, প্রমুখ।
এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এছাড়াও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট ডায়াবেটিক হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ডায়াবেটিস শনাক্ত করা হয়।
Leave a Reply