নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার, ১ আগস্ট ছিল মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৪ তম জন্মবার্ষিকী। সিলেটসহ সারা দেশে নানা কর্মসূচিতে দিনটি উদযাপিত হয়েছে।
সিলেটে সকালে হযরত শাহজালাল (র) মাজার এলাকায় বঙ্গবীরের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হয়।
জাতীয় জনতা পার্টি, সিলেট জেলা প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ পাঠাগার ও ওসমানী স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী-সংগঠকরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, সংগঠনের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সদস্য পল্লব ভট্টাচার্য ও মো শাহিন।
এছাড়া বিভিন্ন সংগঠন বঙ্গবীরের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও বিশেষ মোনজাতের আয়োজন করে।
Leave a Reply