নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা কবরস্থানে বঙ্গবীরের সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিকেলে ওসমানী জাদুঘরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান ও সেক্টর কমান্ডার্স ফোরামের বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল। প্রবন্ধ উপস্থাপন করেন, অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।
Leave a Reply