নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জিন্দাবাজার-চৌহাট্টা হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক কুতুব উদ্দিন, সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায় ও মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী খান।
Leave a Reply