নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এবারো ৫ জুন নানা কর্মসূচিতে বাংলাদেশ সহ সকল দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেটে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক নুমেরী জামান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন, পরিবেশ অধিদফতরের পরিচালক ছালাহ উদ্দিন চৌধুরী।
Leave a Reply