নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠন কেক কাটা, আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী উদ্যোগে বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পরে কেক কাটা হয় জেলা পরিষদ মিলনায়তনে। এ সময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুনন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর সহ সভাপতি আব্দুল খালিক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও ডা আরমান আহমদ শিপলু।
Leave a Reply