নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে পঁচিশে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। বিশেষ অতিথি ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ কমিশনার মু মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।
দিনটি উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন সুবর্ণযাত্রা ও শিশুদের শিখন প্রতিষ্ঠান পাঠশালা ‘লালযাত্রা’র আয়োজন করে।
বিকেল সাড়ে ৩টায় কবি নজরুল অডিটোরিয়াম থেকে বিপুল সংখ্যক শিশু, সংগঠক ও অভিভাবক লাল ও কালো জামা পড়ে এতে অংশ নেন।
পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ভিত্তিক ব্যতিক্রমী অনুষ্ঠানে শিশুরা স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে।
Leave a Reply