নিজস্ব প্রতিবেদক : ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে নানা কর্মসূচিতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ সহ ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা, পরিবেশ রক্ষায় পাট ও পাটজাত পণ্য ব্যবহার বৃদ্ধিতে সামাজিক সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply