নিজস্ব প্রতিবেদক : ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’-এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেটে মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে।
শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন ও জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম সহ নিসচা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় দেশে ক্ষয়-ক্ষতির পরিমাণ জিডিপির দেড় শতাংশ অর্থাৎ বছরে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। সরকারি হিসেবে দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ।
তারা বলেন, অধিকাংশ ক্ষেত্রেই অসাবধানতার কারণে দুর্ঘটনা সংঘটিত হয়। তাই পথচারী, যাত্রী এবং চালক সবাইকেই সচেতন হতে হবে।
পরে একটি শোভাযা্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply