নিজস্ব প্রতিবদেক : ‘সমাজসেবায় উদ্ভাবন এবার সেবায় ডিজিটাইজেশন’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে নানা কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস প্রমুখ।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
Leave a Reply