নিজস্ব প্রতিবেদক : ‘সমাজসেবায় দেশ গড়ি-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি’ ও ‘সোনার বাংলায় মুজিববর্ষে সমাজসেবা এগিয়ে চলে’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও সিলেট জেলায় কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগরীর বাগবাড়িতে সমাজসেবা কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন, প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, লেখক আফতাব চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল খালিক। সভাপতিত্ব করেন, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ।
অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।
Leave a Reply