নিজস্ব প্রতিবেদক : বিশ্ব কিডনি দিবস ছিল বৃহস্পতিবার। সিলেটে কিডনি ফাউন্ডেশন নানা কর্মসূচিতে দিনটি পালন করেছে।
এ উপলক্ষে সকালে মহানগরীর শাহজালাল উপশহরে সিলেট কিডনি ফাউন্ডেশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
এরপর সিলেট সরকারি মহিলা কলেজে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের। এতে প্রায় ৩শ শিক্ষার্থীর আরবিএস, রক্তের ক্রিয়েটিনিন এবং প্রস্রাবের অ্যালবুমিন ও সুগার পরীক্ষা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী। কিডনি ফাউন্ডেশনের পরিচালক ও সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরায়েন, কিডনি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ডা নাজমুস সাকিব ও ডা জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন, কিডনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদা নাসরিন। এছাড়াও উপস্থিত ছিলেন, ডা সামিয়া ফেরদৌস, ডা তানভীর চৌধুরী, কিডনি ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল, ব্যবস্থাপক ও গণসংযোগ কর্মকর্তা আতিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, রেশমা বেগম, সুরাইয়া আক্তার জলি, সুহেনা বেগম, হুমায়ুন রশিদ ও কামাল হোসেন।
Leave a Reply