নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা-সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রাটি মহানগরীর সিটি পয়েন্টে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত একটি বেলুন উড়োনো হয়।
এর আগে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার (অব) জুবায়ের সিদ্দিকী। এ সময় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থা-সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply