নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য কর্মসূচিতে আন্তর্জাতিক ‘আদিবাসী’ দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদযাপন কমিটি সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
এতে বিভিন্ন নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা অংশ নেন।
এছাড়া ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, বিভাগীয় আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ পাত্র, মনিপুরী সম্প্রদায় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উত্তম সিংহ রতন ও সংস্কৃতিকর্মী ইন্দ্রানী সেন সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা যোগ দেন।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আলোচনা সভার আয়োজন করা হয়।
Leave a Reply