নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট সিটি করপোরেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন সমূহের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
এতে অংশ নেন জেলা প্রশাসক মো মজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিভাগীয় সমাজসেবা কার্যালেয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, উপপরিচালর মো আব্দুর রফিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরী প্রমুখ।
পরে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন
Leave a Reply