নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা এবং বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ বক্তব্য রাখেন।
Leave a Reply