নিজস্ব প্রতিবেদক : ‘নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেট সহ সারা দেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ওভারসিজ সেন্টারের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার ও মাইগ্রেশন প্রোগ্রামের রি ইন্টিগ্রেশন ম্যানেজার শুভাশীষ দেবনাথ।
Leave a Reply