শারদা স্মৃতি ভবনে বিএনপির মিছিল থেকে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি এই ঘটনাকে শুদ্ধ সংস্কৃতিচর্চার উপর আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন।
মেয়র এক বিবৃতিতে আরও বলেছেন, সিলেটের সংস্কৃতি অঙ্গনে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না। যারা সংস্কৃতিচর্চায় বাধা দেয় তারা কখনোই দেশের অগ্রগতি চায়না। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আনোয়ারুজ্জামান চৌধুরী নিশ্চিত করেন, সংস্কৃতিকর্মীদের যে কোন যৌক্তিক দাবির প্রতি তার অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে।
Leave a Reply