সিলেটে উপমা কমিউনিকেশন প্রযোজিত ‘নাগরী লিপির নবযাত্রা’ প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবাররাতে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে হোটেল গোল্ডেন সিটির সভাকক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক সারোয়ার তমিজ উদ্দিন এর প্রেক্ষাপট তুলে ধরেন।
পরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মসিহ মালিক চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, আব্দুর রশিদ রেণু এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জফির সেতু। স্বাগত বক্তব্য রাখেন উৎস প্রকাশনের স্বত্বাধিকারী নাগরী গবেষক মোস্তফা সেলিম। এছাড়া শিক্ষাবিদ, সাংবাদিক ও সাহিত্যিক সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply