ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দ্শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অমিয় চক্রবর্তী অর্ক। বিশেষ অতিথি ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, এনজিও ব্যক্তিত্ব এটিএম বদরুল ইসলাম, আয়োজক সংগঠনের স্বাস্থ্য বিষয়ক উপ পরিষদের সদস্য ডা নাজরা চৌধুরী ও বিভাগীয় সহ সভাপতি কবিরুল ইসলাম কবির। সভাপতিত্ব করেন, বিভাগীয় সভাপতি এটিএম শোয়েব। পরিচালানয় ছিলেন, সহ সভাপতি আজির উদ্দিন।
Leave a Reply