সিলেটে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসন বাজার তদারকি শুরু করেছে।
জেলা প্রশাসকের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে শনিবার, ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর কালিঘাট, কাজিরবাজার ও রিকাবিবাজার এলাকায় আড়তে এবং পাইকারি ও খুচরা বিক্রেতাদের দোকানে জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেন।
বাজার তদারকি কার্যক্রমে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী
Leave a Reply