নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো জাকির হোসেন খান পিপিএম বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি জাতীয় ইস্যু। তবে সিলেট মহানগরী এলাকায় বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধান করে এর পিছনে কোন শক্তি সক্রিয় রয়েছে তা পর্যালোচনা করে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে।
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি (২৩ মাঘ) দুপুরে এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
সভায় এসএমপির উর্ধ্বতন কর্মকর্তা, ৬ থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিলেট মহানগরীর বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার বলেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি ও পণ্যবাহী গাড়ি ছিনতাই কাজে যে-ই জড়িত থাকুক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সোবহানীঘাট পাইকারি সবজি বাজার সিলেট মহানগরীর যানজট সৃষ্টির একটি অন্যতম কারণ উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত দেন, এখন থেকে রাত ১০টা থেকে পণ্যবাহী যানসমূহ মহানগর এলাকায় প্রবেশ করবে এবং সকাল ৮টার মধ্যে কাঁচামাল ও সবজি পরিবহনকারী বড় যানগুলো পণ্য খালাস সম্পন্ন করবে। ছোট ট্রাক ও ঠেলাগাড়ি কার্যক্রম শেষ করবে সকাল সাড়ে ৮টার মধ্যে। মহানগর এলাকায় কোন ইঞ্জিনচালিত রিকশা চলাচল করবে না। প্রতিটি দোকানে যাতে মূল্যতালিকা প্রদর্শন করা হয় এবং পাকা রশিদ প্রদান করা হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও বিভিন্ন কাপড়ের দোকানে অতিরিক্ত দাম রাখা হয়। এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।
সিলেট মহানগরীর বিভিন্ন বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে পুলিশ কমিশনার নির্দেশ দেন, রাস্তায় নিত্যপ্রয়োজনীয় ও সবজি পরিবহনকারী যানবাহনে চাঁদাবাজি প্রতিরোধে মোবাইল পার্টি কাজ করবে। প্রয়োজনে মোবাইল পার্টির সংখ্যা বৃদ্ধি ও পিকেট ডিউটিতে পুলিশ মোতায়েন করা হবে।
তিনি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর ও দক্ষিণ এবং ৬ থানার অফিসার ইনচার্জকে চাঁদাবাজি, ছিনতাই বা অন্য কোনভাবে হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তথ্য বিবরণী
Leave a Reply