নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর নির্দেশনা, যা সাধারণ্যে ‘লকডাউন’ হিসেবেই বিবেচিত, তা সত্ত্বেও মঙ্গলবার দ্বিতীয় দিনে সারাদেশে এর তেমন কোন প্রভাব জনজীবনে দেখা যায়নি। কার্যত গণপরিবহণ চলাচল আর বিপণিবিতান ও শপিংমল বন্ধ থাকা ছাড়া সবই ছিল প্রায় স্বাভাবিক। রেল চলেনি-বিমানও উড়েনি।
সিলেটে সকাল থেকেই রিক্সা, অটোরিক্সা ও প্রাইভেটকার যথারীতি রাস্তায় নামে। লোক চলাচল ছিল বলতে গেলে স্বাভাবিকই। তবে গণপরিবহণ না থাকায় অনেককে হেঁটে কর্মস্থলে যেতে হয়েছে। বিপণিবিতান এবং শপিংমল বন্ধ থাাকলেও ফুটপাতে জমজমাট ব্যবসা হয়েছে। ক্রেতারও অভাব ছিলনা। তবে অভাব ছিল সচেতনতার। অনেকেই মাস্কবিহীন বেচাকেনা করেছেন।
প্রথমদিনের মতো দ্বিতীয়দিনেও জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পুলিশি টহলও ছিল।
তবে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে সিলেটে গণপরিবহণ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে।
Leave a Reply