নিজস্ব প্রতিবেদক : সিলেটে তিন দিনব্যাপী দ্বিতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মহানগরীর শাহী ইদগা এলাকায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আরশাদুল মোকাদ্দিস। আরো মধ্যে বক্তব্য রাখেন পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক সভাপতি অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, জেলা সভাপতি রাহাত আনোয়ার ও আঞ্চলিক কমিশনার মুবীন আহমদ জায়গীরদার। সভাপতিত্ব করেন জাতীয় উপ কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো মোহসীন।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
Leave a Reply