নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ‘করোনা’ আইসোলেশন সেন্টার হিসেবে সিলেট কিডনি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মহানগরীর উপকণ্ঠ খাদিমনগরে অবস্থিত খাদিমপাড়া ৩১ শয্যার হাসপাতালের যাত্রা শুরু হলো।
শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন, সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আবদুল মোমেন।
এসময় খাদিমপাড়া হাসপাতালে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা সুলতানা রাজিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা আনিসুর রহমান, সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ।
এছাড়াও সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা কাজী মুশফিক আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশনের পরিচালক ও কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী এবং ডা মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার উপস্থিত ছিলেন।
Leave a Reply