নিজস্ব প্রতিবেদক : সিলেটে দ্বিতীয় ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক রাহাত আনোয়ার জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফ্যাশন হাউস মাহার স্বত্বাধিকারী মাহিউদ্দিন আহমদ সেলিম, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন ও নির্বাহী সদস্য বিজিত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা পরিচালনা পরিষদের আহ্বায়ক আজিজ আহমদ সেলিম। সভাপতিত্ব করেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অংশগ্রহণকারী দলের পক্ষে তাপস দাশ পুরকায়স্থ, মঈন উদ্দিন, আবুল মোহাম্মদ ও আকাশ চৌধুরী। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু।
Leave a Reply