সিলেটে আনন্দঘন পরিবেশে দৈনিক যুগান্তরের ২১তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়।
সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে শোভাযাত্রা বের হয়ে জিন্দবাজারে পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে গিয়ে শেষ হয়। পরে কেক কাটা হয় সেখানে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলটিভির প্রধান নির্বাহী জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির, এসএমপির অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওশন জেবিন রুবা।
Leave a Reply