সিলেটে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ও জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল।
Leave a Reply