সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়। প্রতিবন্ধী মানুষের শিক্ষা, চিকিৎসা ও সেবামূলক কাজ সহ জীবনমান উন্নয়নে এ সংগঠন সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জিডিএফের মতো অন্যান্য সংগঠনকে প্রতিবন্ধী মানুষের সেবা ও সহযোগিতায় এগিয়ে আসতে তিনি আহবান জানান।
বুধবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে জিডিএফ কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জিডিএফ ভাইস চেয়ারম্যান এ এইচ এম ইসরাইল আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায় ও সমাজসেবী খালিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন জিডিএফ ব্যবস্থাপক স্বপন মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জিডিএফের নির্বাহী সদস্য প্রমেশ দত্ত, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াসমিন, সুপার ভাইজার রায়হান খান ও নাগরিক পরিষদের সদস্য নাদিম খান সহ শিক্ষার্থীবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply