নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুর্ঘটনার জের ধরে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে আহুত দূরপাল্লার বাস ধর্মঘট ১২ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে।
বুধবার দক্ষিণ সুরমার সাত মাইল নামক স্থানে হানিফ পরিবহণের একটি বাসের চাপায় লালাবাজার ইউনিয়ন পরিষদ সদস্য সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন। এর প্রতিবাদে বাস মালিক ও শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিলেট থেকে দূরপাল্লার বাস ধর্মঘট আহ্বান করেন।
আকস্মিক এই বাস ধর্মঘটের কারণে যাত্রী সাধারণ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা মারাত্মক বিপাকে পড়েন।
এ অবস্থায় বিকেল ৫টায় মহানগর পুলিশ সদর দফতরে আহুত এক সভায় ব্যাপক আলোচনা শেষে বাস ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়।
মহানগর পুলিশ কমিশনার মো কামরুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক সহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন।
শ্রমিক নেতারা জানান, মহানগর পুলিশ কর্তৃপক্ষ বাস ভাংচুরের ঘটনার ব্যাপারে মামলা গ্রহণ ও আসামি গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
Leave a Reply