নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ভারি বৃষ্টির কারণে জামাত অনুষ্ঠিত হয়েছে প্রধানতঃ পাড়া-মহল্লার মসজিদে। এবার ঈদগা বা খোলা মাঠে খুব বেশি ঈদ-জামাতের আয়োজন করা যায়নি।
সিলেট বিভাগের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় মহানগরীর ঐতিহাসিক শাহী ঈদগায়। তবে মুসল্লিদের উপস্থিতি ছিল অন্যান্য সময়ের চেয়ে খুবই কম। ঈদের অধিকাংশ জামাত অনুষ্ঠিত হয় মসজিদে। খোলা মাঠেও বেশি জায়গায় নামাজ আদায় করা সম্ভব হয়নি।
সিলেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী টিলাগড় জামে মসজিদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন নাইওরপুল জামে মসজিদে ঈদের নামাজ পড়েন। তবে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঈদের নামাজ আদায় করেন শাহী ঈদগায়। পরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।
সিসিক মেয়র জানান, বন্যা থেকে সিলেটসহ সারা দেশের মানুষকে এবং ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে তিনি আল্লাহতা’লার কাছে মোনাজাত করেছেন।
এদিকে টানা ভারি বর্ষণে মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ও বাসাবাড়িতে পানি উঠে যাওয়ায় কোরবানি ব্যাহত হয়। পানি ধীরে ধীরে নামার পর অনেকে পশু জবাই করেন।
Leave a Reply