নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসন বন্যা সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এলাকার জনপ্রতিনিধি সহ সকলকে নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে সকল উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলেন কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আহুত এক সভায় এ নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসক মো রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনু্িষ্ঠত সভায় পুলিশ সুপার মো মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন হিমাংশু লাল রায়, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দাল মিয়া, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু সহ সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলার বন্যা কবলিত ৭টি উপজেলায় ৩ হাজার হেক্টর জমির আউশ ধান তলিয়ে গেছে। বন্ধ রয়েছে ১৬১টি প্রাথমিক ও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়। পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে।
এ পর্যন্ত বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৯টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে ৮৯টি পরিবার। প্রতিটি পরিবারকে সবধরনের সহায়তা দেয়া হচ্ছে।
এছাড়া পাহাড়-টিলায় ঝুঁকি নিয়ে বসবাসকারীদেরকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে বলে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান।
সভায় পুলিশ সুপার মো মনিরুজ্জামান এই দুর্যোগপূর্ণ সময়ে সবাইকে আইনশৃঙ্খলার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বিভিন্ন বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও সরকারি দফতরে নৈশ প্রহরীদেরকে অধিক সতর্ক রাখার পরামর্শ দেন।
জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার জানান, কেউ যাতে কষ্ট না পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
ইতোমধ্যে বন্যা কবলিত ৭টি উপজেলায় ১৩৭ মেট্রিক টন চাল ও ২ লাখ ৭৭ হাজার ৫শ টাকা বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
জেলা প্রশাসক সবাইকে আশ্বস্থ করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে সোমবার সমন্বয় সভা করার নির্দেশ দেন।
Leave a Reply