নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
সোমবার দুপুরে মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগীয় ট্রাস্টি চন্দন রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজী মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সাবেক কাউন্সিলর জগদীশ দাশ প্রমুখ।
প্রধান অতিথি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
Leave a Reply