সিলেটে দুদিনব্যাপী আন্তর্জতিক শানে রিসালত মহাসম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে সম্মেলনের উদ্বোধন হয়।
এতে সভাপতিত্ব করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘রহমতে আলম প্রিয়নবী (সা) হলেন আমাদের জন্য মুক্তির ওসিলা। তিনি দুনিয়ায় প্রেরিত হওয়ার আগে আহলে কিতাবরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হতো, বাহ্যিক উপকরণ ব্যবহার করেও সফলতা লাভ করতে পারতো না তখন তারা নবী করীমের (সা) ওসিলা নিয়ে দুআ করতো।’
তিনি আরও বলেন, হযরত শাহজালাল (র) নিজের দেশে শান্তি থাকতে পারতেন; কিন্তু তিনি সিলেট এসে এতো ত্যাগ-তিতীক্ষা স্বীকার করলেন। এর মূল কারণ প্রিয়নবীর (সা) আনুগত্য ও ভালোবাসা। তিনি প্রিয়নবীর (সা) ইশারায়ই এসেছিলেন।
সম্মেলনে শানে রিসালত মহাসম্মেলনের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহবায়ক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
তিনি বলেন, আল্লাহ ও তার রাসুলের আযমতকে টিকিয়ে রাখতে শানে রিসালত মাহফিলের বিকল্প নেই।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক মাওলানা নজমুল হুদা খানের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিশরের প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ ইবরাহীম আব্দুল বাইছ আল কিত্তানী। অতিথির বক্তব্য রাখেন মক্কা মুকাররামার প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব উবায়দুল্লাহ আল আত্তাস, তুরস্কের ইয়ালোভা ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ড আব্দুল কাদির আল হোসাইন, মিশরের ড আহমদ আশ শরীফ আল আযহারী ও ব্রিটেনের সায়্যিদ মাআন আল হাসানী আল ইদরিসী আল মক্কী।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, নিউইয়র্কের সভাপতি মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা এনাম উদ্দিন ও কুমিল্লা জেলা কারী সোসাইটির সভাপতি মাওলানা রুহুল আমীন ফকির। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply