সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত দুই বাংলার নাট্য উৎসবের লোগো উন্মোচন করা হয়েছে।
আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত কবি নজরুল অডিটোরিয়ামে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। এতে কালকাতা ও ঢাকার বিভিন্ন দল অংশ নেবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্য উৎসবের লোগো উন্মোচন করেন, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন পরিচালক বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ। এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি অম্বরীষ দত্ত, আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন পরিচালক নিরঞ্জন দে যাদু, প্রাক্তন সভাপতি সৈয়দ মনির হেলাল, প্রাক্তন সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, নাট্যকর্মী এনামুল মুনীর, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।, সহ সভাপতি আফজাল হোসেন, কার্যকরী সদস্য শান্তনু সেন তাপ্পু, অতিন্ত্য অমিত ও তন্ময় নাথ তনু।
Leave a Reply