নিজস্ব প্রতিবেদক : সিলেটে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু এইট টুর দুই দিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় দেড়শ রোটারি ক্লাবের সদস্যরা অংশ নিয়েছেন।
শুক্রবার সকালে দক্ষিণ সুরমায় কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এর উদ্বোধন করেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান দিল নশিন মোহসেন। এতে আরো বক্তব্য রাখেন, রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের প্রতিনিধি রোটারিয়ান ক্রিস্ট রাজেন্দ্রন, রোটারি ডিস্ট্রিক্ট ট্রেনার রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী, ডিজিই রোটারিয়ান আতাউর রহমান পীর ও ডিজিএন রোটারিয়ান ড বেলাল আহমদ। পরে দিনভর বিভিন্ন অধিবেশনের রোটারি আন্দোলনকে আরো গতিশীল করা নিয়ে আলোচনা করা হয়।
রাতে ছিল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশিষ্ট শিল্পীরা অংশ নেন।
Leave a Reply