নিজস্ব প্রতিবেদক : সিলেটে রবিবার সকালে দুই দফা মৃদু ভূমিকম্প হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয় সকাল ১০টা ১৪ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ১। পরের ভূমিকম্পটি হয় সকাল ১১টা ২৭ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট ২৮৩ কিলোমিটার দূরে। তবে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিলেট ফায়ার স্টেশন জানিয়েছে, ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Leave a Reply