সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে আয়োজিত মনিপুরী ভাষা উৎসব ও শিশুমেলায় পাঠ্যক্রমে মনিপুরী সম্প্রদায়ের মাতৃভাষায় বই অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
মনিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এই ভাষা উৎসব ও শিশুমেলা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি এ কে শেরাম। অতিথি ছিলেন মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রনব কান্তি দেব ও ভারতের মনিপুর রাজ্যের কয়েকজন সাহিত্যিক।
বক্তারা বলেন, এ বছর প্রাথমিক শিক্ষাস্তরে পাঁচটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হয়েছে; কিন্তু মনিপুরী ভাষা উপেক্ষিতই রয়ে গেছে।
Leave a Reply