নিজস্ব প্রতিবেদক : সিলেটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার সকাল ৯টায় ধোপাদিঘির পাড়ে বিনোদিনী নগর স্বাস্থ্য কেন্দ্রে মহানগরীতে কর্মসূচির উদ্বোধন করেন।
এবার সিলেট সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ৬শ ৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ১টি করে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। মহানগরীর বিভিন্ন এলাকা, বাস স্ট্যান্ড ও রেল স্টেশন সহ সর্বমোট ২শ ৪৭টি কেন্দ্রে ৪শ ৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত রয়েছেন।
Leave a Reply