নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখার নির্বাচন বৃহস্পতিবার। এতে বিভিন্ন পদে প্রার্থী ১৯ জন। ভোটগ্রহণ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
এই নির্বাচনকে কেন্দ্র করে মহানগরীর তালতলা এলাকায় সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। চারদিকে ঝুলছে পোস্টার-ব্যানার। চলছে ভোটের হিসাব-নিকাশ। প্রার্থীরা বিভিন্নভাবে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে মো মাহমুদ আলী ও রশিদুজ্জামান আখতার, জ্যেষ্ঠ সহ সভাপতি পদে মো ফখরুল ইসলাম, মো তেরা মিয়া ও মো মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো মইনুল ইসলাম খান ও শেখ লোকমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো দিলোয়ার হোসেন, মাহবুবুর রহমান ও মো আইয়ুব আলী, সহ সাধারণ সম্পাদক পদে মো জাহাঙ্গীর হোসেন ও মো রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক পদে আবুল হাসনাত ও প্রণজীত চন্দ্র, সহ সাংগঠনিক সম্পাদক পদে মো ছাদেক আহমদ ও মো ইকবাল আহমদ ইমন, অর্থ সম্পাদক পদে মো আব্দুর রহিম, সাহিব উদ্দিন আহমদ ও মো আকবর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে ভোটার ১৮০ জন। নির্বাচন পরিচালনা কমিটি আশা করছে, সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সুলতান মিয়া বাদশাকে প্রধান নির্বাচন কমিশনার এবং আব্দুস সালাম চৌধুরী ও আব্দুল মালিককে সহকারী নির্বাচন কমিশনার করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply