নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মহানগরীর তালতলা এলাকায় সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে দলিল লেখক শেডে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে ১৮০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন পরিচালনা কমিটি আশা করছে।
নির্বাচনে ১২টি পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে সুলতান মিয়া বাদশা প্রধান নির্বাচন কমিশনার এবং আব্দুস সালাম চৌধুরী ও আব্দুল মালিক সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply