নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সিলেটের সংস্কৃতি অঙ্গনের অভিভাবক, নাট্য সংগঠক, নির্দেশক, লেখক ও অনুবাদক নিজাম উদ্দিন লস্কর ময়নাকে হযরত শাহজালাল রহমতুল্লহি আলাইহির দরগা কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে সোমবার দুপুরে তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে নিয়ে আসা হয়। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর দেশমাতৃার এই সাহসী সন্তানকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
পবিত্র জোহরের নামাজের পর হযরত শাহজালাল রহমতুল্লহি আলাইহির দরগায় নামাজে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
রবিবার রাত ৯টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply