সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার অভিযানে ৭ জুয়ারী গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের দিক-নিদের্শনায় এসআই (নি) মো সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ফেরিঘাট এলাকায় হারুন মিয়ার কলোনি হতে জুয়েল আহমদ (৩৫, পিতা মৃত আমির উদ্দিন, হেতিমগঞ্জ, মসকাপুর, গোলাপগঞ্জ, সিলেট), জাহের আহমদ (৪৫, পিতা মৃত মনু মিয়া, কুচাই, মোগলাবাজার, সিলেট), মোহাম্মদ আলী সাগর (৪৩, পিতা দিদার আলী, কানলী নোয়াবাদ, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ), মো জাহাঙ্গীর (৩৫, পিতা মৃত আ ছাত্তার, সাধুরবাজার, রেলওয়ে কলোনি, দক্ষিণ সুরমা, সিলেট), রুবেল (৩০, পিতা মৃত ফুল মিয়া, পশ্চিম টেংগুরিয়া, নিকলী, কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা গোটাটিকর, মোগলাবাজার, সিলেট), চিত্তরঞ্জন পাল (৫৫, মৃত মহেন্দ্র চন্দ্র পাল, শিববাড়ী, মোগলাবাজার, সিলেট) ও ইব্রাাহিম (৪০, মৃত আলী আকবর, চারমাইল, নোয়াগাঁও, মোগলাবাজার, সিলেট)-এই ৭ জনকে গ্রেফতার করে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply