নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক সচেতনতামূলক সভায় হিজড়া নামে পরিচিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পারিবারিক ও সামাজিক গ্রহণযোগ্যতা এবং জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশ প্লাটফরমের উদ্যোগে ও বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে রবিবার সকালে সাংবাদিকদের নিয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে মূল বিষয় নিয়ে আলোচনা করেন, রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশ প্লাটফরমের উপ ব্যবস্থাপক আবুল বরকত ও ফরিদ আহমদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, দৈনিক বণিকবার্তা প্রতিনিধি দেবাশীষ দেবু। মুক্ত আলোচনায় অংশ নেন, সাংবাদিক আজিজ আহমদ সেলিম, আল আজাদ, শফিুকর রহমান চৌধুরী, সাত্তার আজাদ, মুকিত রহমানী, আহসান হাবিব কলিন্স, নাসির উদ্দিন, সামির মাহমুদ, সাদিকুর রহমান সাকী, সৈয়দ রাসেল ও অমিতা সিনহা। সমাপনী বক্তব্য রাখেন, সাংবাদিক মঞ্জুর হোসেন খান। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কয়েকজন তাদের জীবনের নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন।
Leave a Reply