নিজস্ব প্রতিষ্ঠান : ‘মেধাই সম্পদ-বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। জেলা প্রশাসন এর আয়োজন করেছে।
রবিবার সকালে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ানে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম।
বিজ্ঞান মেলায় সিলেটের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী নিয়ে অংশ নিয়েছে।
Leave a Reply