নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ঘোষিত ১০টি ব্র্যান্ডিং নিয়ে গৃহিত কার্যক্রম ও সরকারের সার্বিক অগ্রগতি জনসমক্ষে তুলে ধরতে বৃহস্পতিবার থেকে সিলেট সহ সারাদেশে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে চতুর্থ বারের মতো আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করবেন।
সিলেটে উন্নয়ন মেলার প্রথম দিনের কর্মসূচিতে আরো রয়েছে, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক নুমেরী জামান বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে জানান, উন্নয়ন মেলায় এবার ১২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মোট স্টল থাকবে ১৩৬টি। এরমধ্যে ২৭টি প্রতিষ্ঠান জনসাধারণকে সরাসরি সেবা প্রদান করবে। এছাড়া সিলেটের ঐতিহ্যকে তুলে ধরার জন্য শীতলপাটি, পিঠা, বাঁশ-বেত সামগ্রী, মণিপুরি হস্তশিল্প ইত্যাদির স্টল রাখা হয়েছে।
Leave a Reply