নিজস্ব প্রতিবেদক : সিলেটে আগামী মাসের প্রথম সপ্তাহে উন্নয়ন মেলার আয়োজন করা হচ্ছে। এতে সরকারি বিভিন্ন দফতর জনগণের কাছে গত দশ বছরে দেশের উন্নতির বিবরণ তুলে ধরার পাশাপাশি তাৎক্ষণিক নানা সেবা প্রদান করবে।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। তিনি জানান, ৪ অক্টোবর থেকে মহানগরীর মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে তৃতীয় বারের মতো উন্নয়ন মেলা শুরু হবে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এবার আগের চেয়ে বড় পরিসরে এর আয়োজন করা হচ্ছে।
প্রস্তুতি সভায় বিভিন্ন সরকারি দফতরের দায়িত্বশীল কর্মকর্তা ছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তারা বক্তব্য রাখেন।
Leave a Reply